সূর্য তখন অনেকটা পশ্চিম আকাশে হেলে পড়েছে। চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে তখন তীব্র উত্তেজনা। ম্যাচের ভাগ্য ঝুলছিল অনিশ্চয়তার বৃত্তে। ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের প্রথম দিনের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চট্টগ্রাম ও পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। দুই দলের সমর্থকেরা ঢাকঢোল পিটিয়ে খেলোয়াড়দের উৎসাহ দিচ্ছিলেন।
কিন্তু নির্ধারিত সময়ে গোলের দেখা মেলেনি। টুর্নামেন্ট নকআউটভিত্তিক হওয়ায় ম্যাচ গড়ায় সরাসরি টাইব্রেকারে। তাতে ৩-২ গোলে জিতে উৎসবে মেতে ওঠে ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চট্টগ্রাম। আর হতাশায় ভেঙে পড়ে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আনন্দ আর বেদনার দুই রকম ছবি তখন উঠে আসে স্টেডিয়ামে।
গোটা ম্যাচে বেশ কয়েকটি গোল বাঁচিয়ে টাইব্রেকারেও একটি শট আটকে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন জয়ী দলের গোলকিপার মিনহাজ উদ্দিন মাহমুদ। ম্যাচসেরা হিসেবে তাঁর নাম ঘোষিত হতেই তাঁকে তুমুল করতালিতে অভিনন্দন জানান সমর্থকেরা। পুরস্কার হাতে নিয়ে মিনহাজ ছিলেন উচ্ছ্বসিত, ‘আত্মবিশ্বাস ছিল, দলকে জেতাতে পারব। সেটি পেরেছি। দলকে টুর্নামেন্টে টিকিয়ে রাখতে পেরে ভীষণ ভালো লাগছে। আশা করি, আমরা এই টুর্নামেন্টে অনেক দূর যেতে পারব।’
টাইব্রকারে শট বাঁচিয়ে ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চট্টগ্রামকে জয় এনে দেওয়া গোলরক্ষক মিনহাজ উদ্দিন মাহমুদকে কাঁধে তুলে নিলেন সতীর্থেরাপ্রথম আলো
শেষ বিকেলে মিনহাজের হাতে পুরস্কার তুলে দেন ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবলের টুর্নামেন্ট কমিটির প্রধান জাতীয় দলের সাবেক অধিনায়ক আশরাফউদ্দিন আহমেদ, টুর্নামেন্টের টেকনিক্যাল কমিটির প্রধান জাতীয় দলের সাবেক অধিনায়ক ইমতিয়াজ সুলতান জনি, ইস্পাহানি টি লিমিটেডের মহাব্যবস্থাপক ওমর হান্নান।
আরও পড়ুন
ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের বর্ণিল উদ্বোধন
সকালে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে চট্টগ্রাম ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি ৩-০ গোলে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়কে হারিয়েছে। গোল করেছেন সাকলাইন ইসলাম, জোহায়ের কায়েস ও মোহাম্মদ শহীদ। গোল না করেও ২টি গোলে অবদান রেখে ম্যাচসেরা হয়েছেন জয়ী দলের ইমরান হাসান ফোরকান। তাঁর হাতে ক্রেস্ট তুলে দেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম ও ইস্পাহানি টি লিমিটেডের মহাব্যবস্থাপক সৈয়দ হুসেইন পিশনামাজ।
দর্শকের কমতি ছিল না চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামেপ্রথম আলো
দ্বিতীয় ম্যাচে সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের বিপক্ষে ২-১ গোলে জিতেছে সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। জয়ী দলের গোল ২টি করেন সাজ্জাদ হোসেন ও রবিউল মজুমদার। ম্যাচসেরা রবিউলের হাতে পুরস্কার তুলে দেন আশরাফউদ্দিন আহমেদ চুন্নু, ইমতিয়াজ সুলতান জনি ও ইস্পাহানি গ্রুপের মহাব্যবস্থাপক (আইটি) কামাল উদ্দিন।
তৃতীয় ম্যাচের চট্টগ্রাম বিশ্ববিদালয় খেলতে না আসায় বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশকে ২–০ গোলে জয়ী ঘোষণা করা হয়।
আরও পড়ুন
বাংলাদেশের জয়ের ‘নায়ক’ কে এই পাপন সিং
আগামীকালের খেলা
প্রথম রাউন্ড
ম্যাচ নং | সময় | মুখোমুখি |
---|---|---|
৫ | রাত ৮টা | ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়–চিটাগং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি |
৬ | সকাল ১০টা | চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়–বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশ |
দ্বিতীয় রাউন্ড
ম্যাচ নং | সময় | মুখোমুখি |
---|---|---|
৭ | বেলা ১২–৩০ মি. | সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়– বিজয়ী ম্যাচ ৫ |
৮ | বেলা ২–৪৫ মি. | ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি, চট্টগ্রাম–বিজয়ী ম্যাচ ৬ |