রবিবার, ১৩ জুলাই ২০২৫

ফুটবল / এই প্রথম বাংলাদেশের খেলা দেখতে ফুটবল মাঠে তামিম

সাইফ হোসেন খান
সাইফ হোসেন খান

রবিবার, নভেম্বর ১৭, ২০২৪

এই প্রথম বাংলাদেশের খেলা দেখতে ফুটবল মাঠে তামিম

মালদ্বীপের বিপক্ষে দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচ দেখতে আজ কিংস অ্যারেনায় উপস্থিত হয়েছিলেন তামিম ইকবাল। জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তাঁর ৯ বছর বয়সী ছেলেকে নিয়ে এসেছিলেন বসুন্ধরা কিংস অ্যারেনায়। পুরো সময় অবশ্য তিনি ছিলেন না। দ্বিতীয়ার্ধের শুরুর দিকে তিনি মাঠ ত্যাগ করেন।

এই প্রথম বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোনো আন্তর্জাতিক ম্যাচ দেখতে মাঠে এসেছেন জানিয়ে তামিম বলেছেন, ‘আমি এই প্রথম বাংলাদেশ ফুটবল দলের কোনো ম্যাচ মাঠে বসে দেখলাম। মাঠে বসে বাংলাদেশ দলের খেলা দেখতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। কিংস অ্যারেনার পরিবেশ, সুযোগ-সুবিধা দুর্দান্ত।’ তবে তামিম জানান, তাঁর ৯ বছর বয়সী ছেলে এই কিংস অ্যারেনাতেই নাকি আগে এসে খেলা দেখেছে।