সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

চালকল মালিক সমিতির সভাপতি আবদুর রশিদ গ্রেপ্তার

সাইফ হোসেন খান
সাইফ হোসেন খান

রবিবার, নভেম্বর ১৭, ২০২৪

চালকল মালিক সমিতির সভাপতি আবদুর রশিদ গ্রেপ্তার

বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতির কেন্দ্রীয় সভাপতি ও কুষ্টিয়ার শীর্ষ চাল ব্যবসায়ী আবদুর রশিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে কুষ্টিয়া শহর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, আবদুর রশিদের বিরুদ্ধে প্রতারণার একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।

জানতে চাইলে রাত আটটার দিকে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিহাবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আবদুর রশিদকে রাতেই আদালতে নেওয়া হচ্ছে।’

কুষ্টিয়া মডেল থানা সূত্র জানায়, রাজশাহীর পুঠিয়া এলাকার ইনাম ফিড মিলের মালিক আতিকুর রহমানের সঙ্গে চাল ব্যবসায়ী আবদুর রশিদের ব্যবসায়িক লেনদেন ছিল। পাবনার ঈশ্বরদীতে আবদুর রশিদের ‘রশিদ ওয়েল মিলস লিমিটেড’ নামের একটি তেলের কারখানা আছে। ওই কারখানা থেকে ফিড মিলের কাঁচামাল কিনতে আবদুর রশিদকে চেকের মাধ্যমে ১ কোটি ৩৩ লাখ ৬৪ হাজার ৮৬৭ টাকা অগ্রিম দেন আতিকুর রহমান। টাকা নেওয়ার পর দেড় বছর ধরে মালামাল ও টাকা কোনোটাই দিচ্ছিলেন না আবদুর রশিদ।

২০২৩ সালের ১৩ আগস্ট রাজশাহী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবদুর রশিদ ও তাঁর প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মেহেদী হাসানকে আসামি করে মামলা করেন আতিকুর রহমান। সেই মামলায় সমন জারির পর আবদুর রশিদ হাজির না হওয়ায় তাঁর বিরুদ্ধে পরোয়ানা জারি করেন আদালত। এ ব্যাপারে মামলার বাদী আতিকুর রহমানের মুঠোফোন নম্বরে একাধিকবার কল করলেও না ধরায় এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।