ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব এনার্জিতে এমএস ইন রিনিউয়েবল এনার্জি টেকনোলজি (এমআরইটি) প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তি নেবে। এ জন্য আগ্রহী প্রার্থীদের কাছ থেকে নির্ধারিত ফরমে আবেদনপত্র আহ্বান করা হয়েছে। এ জন্য আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরমে আবেদনপত্র আহ্বান করেছে ইনস্টিটিউট অব এনার্জি।
আবেদনের যোগ্যতা
প্রার্থীদের স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তির জন্য স্নাতকে জিপিএ/সিজিপিএ–৪–এর মধ্যে ২ দশমিক ৫ থাকতে হবে।
আরও পড়ুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি, আবেদনে অনুসরণ করতে হবে ৫টি ধাপ
আরও পড়ুন
নেদারল্যান্ডস দিচ্ছে স্নাতকোত্তরে স্কলারশিপ, আইইএলটিএস ৬.৫ বা টোফেলে ৯০-এ আবেদন

ছবি: এআই ব্যবহার করে তৈরি
আরও পড়ুন
ভারত-চীন–পাকিস্তানসহ ১৪ দেশের শিক্ষার্থীদের দুঃসংবাদ দিল কানাডা
আবেদন গ্রহণের স্থান ও তারিখ
ইনস্টিটিউট অব এনার্জি বিভাগের অফিসকক্ষ থেকে আবেদন ফরম সংগ্রহ করতে হবে। আগামী বছরের ১৩ ফেব্রুয়ারি বিকেল ৪টা পর্যন্ত আবেদনপত্র সংগ্রহ করা ও জমা দেওয়া যাবে।
ভর্তি পরীক্ষার তারিখ ও সময়
আগামী বছরের ১৫ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল পরীক্ষাকেন্দ্রে। পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে ১৭ ফেব্রুয়ারি।
আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্য ভর্তি হতে হবে শিক্ষার্থীদের। ৪ মার্চ থেকে শুরু হবে ইনস্টিটিউট অব এনার্জিতে এমএস ইন রিনিউয়েবল এনার্জি টেকনোলজি (এমআরইটি) প্রোগ্রামের ক্লাস।