দক্ষিণ ভারতীয় সিনেমায় আল্লু অর্জুন এখন অপরিহার্য নাম। এ আইকন স্টার নিজের রাজ্য, দেশ ছাড়িয়ে বিশ্বজুড়ে আলোচিত। তাঁর ‘পুষ্পা : দ্য রাইজ’ সিনেমা ব্লকবাস্টার হয়েছিল। এখন ভক্তরা এ সিনেমার দ্বিতীয় কিস্তির অপেক্ষায়।
সিনেমাটির দ্বিতীয় কিস্তি, অর্থাৎ ‘পুষ্পা ২ : দ্য রুল’ মুক্তি পাবে আগামী ৫ ডিসেম্বর। তিন বছর বিরতির পর আসছে দ্বিতীয় কিস্তি নিয়ে আসছেন পরিচালক সুকুমার। শোনা যাচ্ছে, এ বছরের জুলাই থেকে দ্বিতীয় কিস্তির শুট শুরু হবে।
বলিউডভিত্তিক গণমাধ্যম কইমই এক প্রতিবেদনে দাবি করছে, সিমেমাটির দ্বিতীয় কিস্তিতে তেলেগু সুপারস্টার আল্লু অর্জুন পারিশ্রমিক হাঁকিয়েছেন ৩০০ কোটি রুপি। যার ফলে ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতার খাতাম নাম লিখিয়েছেন আল্লু।
প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, এবারের কিস্তিতে দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা শ্রীবল্লীর চরিত্রে অভিনয়ের জন্য পারিশ্রমিক নিয়েছেন ১০ কোটি রুপি। আর ফাহাদ ফাসিল নিচ্ছেন ৮ কোটি রুপি। আর পরিচালক সুকুমার নিচ্ছেন ১৫ কোটি রুপি।
সঙ্গীত পরিচালনার জন্য দেবী শ্রী প্রসাদকে পারিশ্রমিক নিয়েছেন ৫ কোটি রুপি। বাকী ১২ কোটি রুপি খবর হয়েছে সিনেমাটোগ্রাফারসহ বাকি কাস্ট এবং কলাকুশলীরাদের জন্য।
৫০০ কোটি বাজেটে নির্মিত ‘পুষ্পা ২ : দ্য রুল’ মুক্তির আগেই এরইমধ্যে বিভিন্ন মাধ্যম থেকে ১২০০ কোটি রুপি আয় করে ফেলেছে।