ওয়ানডে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা বাবর আজমের পরই এখন রোহিত শর্মার অবস্থান। সতীর্থ শুবমান গিলকে সরিয়ে দুইয়ে উঠে এসেছেন ভারতের অধিনায়ক রোহিত। যদিও পাকিস্তান অধিনায়ক বাবরের সঙ্গে রোহিতের রেটিং পয়েন্টের ব্যবধান এখনো ৫৯।
আজ আইসিসি প্রকাশিত সর্বশেষ র্যাঙ্কিংয়ে ওপেনাররাই সবচেয়ে উন্নতি করেছেন। রোহিত ছাড়াও ওয়ানডে র্যাঙ্কিংয়ে এক ধাপ করে এগিয়েছেন তিনজন—শ্রীলঙ্কার পাতুম নিশাঙ্কা (বর্তমান অবস্থান আট), আফগানিস্তানের রহমানউল্লাহ গুরবাজ (বর্তমান অবস্থান ২০) ও দক্ষিণ আফ্রিকার টেম্বা বাভুমা (বর্তমান অবস্থান ৩১)।