কনকাকাফ নেশনস লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে গতকাল মেক্সিকোকে ২–০ গোলে হারিয়েছে হন্ডুরাস। কিন্তু ম্যাচের ফল ছাপিয়ে আলোচনায় মেক্সিকো কোচ হাভিয়ের আগুইরের আহত হওয়ার ঘটনা। ম্যাচ শেষে হন্ডুরাস সমর্থকদের ছোড়া বিয়ারের বোতলের আঘাতে আগুইরের মাথা ফেটে রক্ত ঝরতে থাকে।
নিজেদের মাঠ জেনারেল ফ্রান্সিসকো মোরাজান স্টেডিয়ামে গতকালের ন্যক্কারজনক এই ঘটনায় জড়িতদের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানালেও মেক্সিকো কোচ আগুইরকে দায়ী করেছে হন্ডুরাস ফুটবল ফেডারেশন (এফএফএইচ)। তাদের দাবি, ডাগআউটে দাঁড়ানো আগুইর ম্যাচের শুরু থেকে হন্ডুরাস সমর্থকদের অপমান করে আসছিলেন ও সহিংস আচরণের জন্য উসকানি দিয়ে আসছিলেন। আগুইরের প্ররোচনাতেই কিছু সমর্থক তাঁকে উদ্দেশ্য করে বোতল ছুড়ে মারেন।