ইসরায়েলের সিজারিয়া শহরে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাড়ি লক্ষ্য করে বোমা নিক্ষেপের ঘটনায় তিনজন গ্রেপ্তার হয়েছেন। আজ রোববার তাঁদের গ্রেপ্তার করা হয়।
গতকাল শনিবার সন্ধ্যায় নেতানিয়াহুর বাড়ি লক্ষ্য করে দুটি ফ্ল্যাশ বোমা ছোড়া হয়। এ সময় তিনি ও তাঁর পরিবারের সদস্যদের কেউ ওই বাড়িতে ছিলেন না। কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলেও পুলিশের বিবৃতিতে জানানো হয়েছে।
বলা হয়েছে, এ দুটি ছিল ফ্ল্যাশ বোমা। এসব বোমা সাধারণত যুদ্ধবিমান (বিশেষত সামরিক গোয়েন্দা বিমান) থেকে ছোড়া হয়। বিস্ফোরণের পর ফ্ল্যাশ বোমা বিপুল পরিমাণে উজ্জ্বল আলো ছড়ায়।
ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেত একে ‘গুরুতর ঘটনা’ বলে মন্তব্য করেছে।
পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, রাতভর অভিযান চালিয়ে সন্দেহভাজন তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের পুলিশ ও শিন বেত যৌথভাবে জিজ্ঞাসাবাদ করবে। বিবৃতিতে আরও বলা হয়, আদালত ৩০ দিনের মধ্যে তদন্তের বিস্তারিত প্রকাশ বা সন্দেহভাজনদের পরিচয় প্রকাশের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন।
ইসরায়েলের পার্লামেন্টের মুখপাত্র আমির ওহানা অভিযোগ করেন, এ ঘটনার পেছন সরকারবিরোধী বিক্ষোভকারীদের হাত রয়েছে।