সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

মধ্যপ্রাচ্য / ইলন মাস্কের সঙ্গে বৈঠকের কথা নাকচ : ইরান

প্রথম আলো ডেস্ক
প্রথম আলো ডেস্ক

রবিবার, নভেম্বর ১৭, ২০২৪

ইলন মাস্কের সঙ্গে বৈঠকের কথা নাকচ : ইরান

জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ইলন মাস্কের বৈঠকের খবর ‘স্পষ্টভাবে’ নাকচ করে দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্রের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ইলন মাস্কের বৈঠক নিয়ে যুক্তরাষ্ট্রের কিছু সংবাদমাধ্যম প্রতিবেদন প্রকাশ করেছে, যা ‘স্পষ্টভাবে’ নাকচ করে দিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র। যুক্তরাষ্ট্রের সংবাদপত্রগুলো এ নিয়ে ব্যাপক গুরুত্ব দেওয়ায় বিস্ময় প্রকাশ করেছে ইরান।