ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য উন্মুক্ত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা আজ শনিবার (১৬ নভেম্বর) থেকে আবেদন করতে পারছেন। বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে। একই সঙ্গে আবেদনের নির্দেশিকাও প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাঁদের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ সাপেক্ষে ১৬ নভেম্বর থেকে ভর্তি পরীক্ষার আবেদন করতে পারবেন। ভর্তি–ইচ্ছুদের সমমান নিবন্ধন আবেদনের নির্দেশিকা দেখতে এখানে ক্লিক করুন।
ভর্তির আবেদনপ্রক্রিয়া চলবে ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এবার আবেদন ফি ১ হাজার ৫০ টাকা। তবে আইবিএর ফি ১ হাজার ৫০০ টাকা। আবেদনের জন্য লিংকে প্রবেশ করতে হবে।
আবেদনের জন্য ৫টি ধাপের কথা বলা হয়েছে ভর্তি বিষয়ক বিজ্ঞপ্তিতে। এগুলো হলো—
১. লগইন
২. বিস্তারিত
- প্রশ্ন ও উত্তরপত্রের ভাষা (যে ভাষায় পরীক্ষা দিতে ইচ্ছুক শিক্ষার্থী)
- বর্তমান ঠিকানা
- মুঠোফোন নম্বর, ই-মেইল (অবশ্যই ব্যক্তিগত)
- পিতামাতার জাতীয় পরিচয়পত্র নম্বর (ঐচ্ছিক) ও পেশা
- কোটা (বিস্তারিত ভর্তি নির্দেশনায়)
- যে বিভাগে পরীক্ষা দিতে ইচ্ছুক।
৩. ছবি
৪. পাসওয়ার্ড
- টেলিটক, বাংলালিংক, রবি ও এয়ারটেলের মুঠোফোন থেকে খুদে বার্তা (এসএমএস) করা যাবে।
- এ ক্ষেত্রে অবশ্যই আবেদনকারীর ব্যক্তিগত মুঠোফোন নম্বর ব্যবহার করতে হবে।
৫. ফি প্রদান
শেষে আবেদন ফি জমা দিতে হবে। মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং, ডেবিট/ক্রেডিট কার্ড দিয়ে ফি জমা দেওয়া যাবে। সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংকের মাধ্যমে ফি জমা দেওয়া যাবে।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ–সংক্রান্ত প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনের জন্য লিংক ঢু মারতে হবে শিক্ষার্থীদের। ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত মাধ্যমিক বা সমমান এবং ২০২৪ সালের উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের মধ্যে যাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ইউনিটে ভর্তির জন্য নির্ধারিত শর্ত পূরণ করবেন, কেবল তাঁরাই ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। সে হিসেবে দ্বিতিয়বার ভর্তির সুযোগ থাকছে না।
আগ্রহী প্রার্থীরা আজ সোমবার (৪ নভেম্বর ২০২৪) দুপুর ১২টা থেকে আবেদন করতে পারবেন। ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন আগ্রহী শিক্ষার্থীরা। আবেদন ফি ১০৫০ (এক হাজার পঞ্চাশ) টাকা এবং আইবিএ ইউনিটের আবেদন ফি ১৫০০ (এক হাজার পাঁচ শত) টাকা। চারটি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের (সোনালী, জনতা, অগ্রণী, রূপালী) যেকোনো শাখায় অথবা অনলাইনে ডেবিট/ক্রেডিট কার্ড, মোবাইল ফিন্যান্সিয়াল সেবা ব্যবহার করে শিক্ষার্থীদের আবেদন ফি জমা দিতে হবে। ভর্তি পরীক্ষা আগামী ৩ জানুয়ারি থেকে শুরু হবে।
ভর্তি পরীক্ষা কোনো ইউনিটে কবে—
১. কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট: ২৫ জানুয়ারি
২. বিজ্ঞান ইউনিট: ১ ফেব্রুয়ারি
৩. ব্যবসায় শিক্ষা ইউনিট: ৮ ফেব্রুয়ারি
৪. চারুকলা ইউনিট (সাধারণ জ্ঞান ও অঙ্কন): ৪ জানুয়ারি
৫. আইবিএ ইউনিট: ৩ জানুয়ারি।