দক্ষিণ আফ্রিকার বাঁহাতি স্পিনার কেশব মহারাজ গত বছর বিপিএলের চ্যাম্পিয়ন দল ফরচুন বরিশালের হয়ে তিনটি ম্যাচ খেলেছিলেন। সেই দলের অধিনায়ক ছিলেন তামিম ইকবাল। স্বাভাবিকভাবেই তামিমের সঙ্গে মহারাজের ভালোই সম্পর্ক। সেই সুবাদে এবার দক্ষিণ আফ্রিকার হয়ে বাংলাদেশ সফরে আসার আগে তামিমের কাছ থেকে কন্ডিশন সম্পর্কে খুঁটিনাটি তথ্য জেনে নিয়েছেন মহারাজ।
মিরপুর টেস্টে এখন পর্যন্ত ২ ইনিংস মিলিয়ে ৬ উইকেট নিয়েছেন এই প্রোটিয়া স্পিনার। আজ তৃতীয় দিনের শেষে সংবাদ সম্মেলনে এসে মহারাজ জানালেন তাঁর পারফরম্যান্সে তামিমের অবদানের কথা, ‘আমি তামিম ভাইকে মেসেজ করেছিলাম। তাঁর সঙ্গে আমার ভালো সম্পর্ক, সেটা মূলত বিপিএল খেলার কারণে। আমি তাঁর কাছে কন্ডিশনের ব্যাপারে কিছু পরামর্শ চেয়েছিলাম। তিনি কিছু কথা বলেছিলেন, উইকেট কেমন আচরণ করতে পারে, এসব বিষয়ে। তিনি যা বলেছেন, উইকেট ঠিক তেমনই আচরণ করছে।’
আমি তাঁর (তামিম) কাছে কন্ডিশনের ব্যাপারে কিছু পরামর্শ চেয়েছিলাম। তিনি কিছু কথা বলেছিলেন, উইকেট কেমন আচরণ করতে পারে, এসব বিষয়ে। তিনি যা বলেছেন, উইকেট ঠিক তেমনই আচরণ করছে।’
কেশব মহারাজ, স্পিনার, দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল